ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’: মাখোঁ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’।
রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘ইউরোপীয়দের কোনো ক্লান্তির উপর ভরসা না করার’ ব্যাপারে সতর্ক করে এ কথা বলেন মাখোঁ। খবর এএফপি’র।
রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন, ইউক্রেন বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির ‘পরিবর্তন হবে না’।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া যেন ইউরোপীয়দের কোন ক্লান্তির উপর নির্ভর না করে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.