ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ও অস্ত্র গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি বড় অস্ত্র গুদাম  ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার (০৬ মে) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এছাড়া লুনহাস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। 
অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই দাবি রাশিয়া স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
এদিকে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি।
এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.