ইউক্রেনের কতটুকু দখল করেছে রাশিয়া, জানালেন জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনারা পুরো ইউক্রেনের ২০ ভাগ দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। লুক্সেমবার্গের পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এ কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। 
তিনি আরও জানিয়েছেন, ১ হাজার কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে যুদ্ধ হচ্ছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তাদের প্রায় পুরো সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়েছে। ফলে ইউক্রেনকে বড় ধরনের হামলা প্রতিহত করতে হচ্ছে।
এ ব্যাপারে তিনি বলেন, রাশিয়ার প্রায় পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের নিজেদের রক্ষা করতে হচ্ছে। যুদ্ধের জন্য তৈরি রাশিয়ার সেনাবাহিনীর সকল ইউনিট এই আগ্রাসনে যুক্ত আছে।
তিনি আরও জানান, ইউক্রেনের পূর্ব দিকে প্রতিদিন প্রায় ১০০ জন ইউক্রেনীয় রাশিয়ার হামলার কারণে প্রাণ হারাচ্ছেন এবং প্রতিদিন ৪৫০-৫০০ মানুষ আহত হচ্ছেন।
এদিকে রাশিয়ার বর্তমানে ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস প্রদেশে হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য  পুরো দোনবাস দখল করা। ইতিমধ্যে দোনবাসের লুহানেস্কের প্রায় ৯৫ ভাগ অংশ তাদের দখলে চলে এসেছে। (সূত্র: দ্য গার্ডিয়ান)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.