ইউক্রেনজুড়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এলাকার একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তার জেলা এখন বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষেপণাস্ত্রের ঢেউ

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাতের বরাত দিয়ে ইউক্রেনীয় টিভি জানিয়েছে, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।

ব্ল্যাক সি ফ্লিট

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক জানিয়েছেন, রাশিয়ান পরাজয়কারীরা শান্তিপূর্ণ বস্তুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন হামলায় বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ান যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.