আসন্ন সিটি নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে : ওবায়দুল কাদের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পলিটিক্যাল সায়েন্স এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনের এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দল অংশ নিচ্ছে, আমাদের প্রতিপক্ষ বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা তাদের স্বাগত জানাচ্ছি। ইলেকশন কম্পিটিটিভ প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, প্রতিযোগিতামূলক। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই নির্বাচন ফ্রী ফেয়ার হবে, সুষ্ঠু হবে, এক্সেপ্টেবল হবে। ক্রেডিবল একটা ইলেকশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান।’

তিনি আরও বলেন, ‘যেই জিতুক কিছু আসে যায় না। সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের উপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ এবং সুন্দর একটা ইলেকশন উপহার দিতে চাই।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.