আসন্ন উৎসবের মরসুমে রাজ্যবাসীর ডেঙ্গি ও করোনার জোরা আক্রমণ

কলকাতা (ভারত )প্রতিনিধি: আসন্ন উৎসবের মরসুমে করোনা ও ডেঙ্গিতে বেসামাল রাজ্যবাসী। সেই সাথে প্রশাসনের ও ঘুম ছুটেছে। এই মুহূর্তে প্রায় নতুন করে পাঁচশতাধিক মানুষ করোনায় আক্রান্ত। সেই সাথে পাল্লা দিয়ে চলেছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার উৎপাত।হাসপাতালে ভর্তি ও মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।
পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। জেলাগুলোতে ডেঙ্গির দাপট কিছুটা বেশী।
স্থানীয় হাসপাতালগুলোকে সজাগ রাখা হয়েছে।যে কোনও পরিস্থিতিতে যাতে হাতের বাইরে অবস্থা চলে না যায় দেখা হচ্ছে। পাশাপাশি শহরে আজ ইউনেস্কোর প্রতিনিধরা এসেছেন পুজো পরিক্রমা করতে। প্রশাসনের তরফ থেকে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে বিদেশী অতিথিদের কোনও রকমের অসুবিধা না হয়।
প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবকদের অনুরোধ করা হয়েছে।মানুষকে সচেতন করার পাশাপাশি চলছে সতর্কমুলক পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ।
যদিও মাঝেমধ্যেই কয়েক পশলা বৃস্টি হচ্ছে,সেই কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.