আশুগঞ্জ থেকে ৩ ভারতীয় নাগরিক আটক

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।

গতকাল রবিবার (০৮ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখে। এই সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না।

পরে তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.