আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত, যে প্রস্তাব দিলেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার পুতিন এ প্রস্তাব দেশটির গণমাধ্যমে। 
তিনি জানান, মস্কোর মধ্যস্থতা করার মতো যথেষ্ট সক্ষমতা আছে।
নাগোরনো কারাবাখ নিয়ে সংঘাতে সম্প্রতি ২০০ মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া-আজারবাইজান।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহা আলিয়েভ পুতিনকে শুক্রবার জানিয়েছেন, বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে। এ সংঘাতের জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করছে। আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক মিত্রতা আছে, আজারবাইজানের সাঙ্গেও ভালো সম্পর্ক মস্কোর।
পুতিন বলেন, ‘রাশিয়ার প্রভাবে এই সংঘাত স্থানীয়করণ হয়েছিল। আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’ এই সংঘাত নিরসনে আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশনের (সিএসটিও) হস্তক্ষেপ চেয়েছে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.