আরিজোনার কারাগার’র অর্ধেক বন্দী করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অঙ্গরাজ্য আরিজোনার একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।

গত মঙ্গলবার দ্য আরিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে।

তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এডিসিআর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই বন্দিদের বর্তমানে পৃথক পৃথকভাবে রাখা হয়েছে এবং যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সাধারণ জনগণের মধ্যে তাদের আর ফিরে যেতে দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, কোভিড-১৯ ঝুঁকি ও প্রভাব হ্রাসর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের কর্মী এবং বন্দীদের সুরক্ষিত রাখা আমাদের শীর্ষস্থানীয় অগ্রাধিকার হিসাবে অব্যাহত রয়েছে।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন।

আরিজোনা অঙ্গরাজ্যের জনসংখ্যা ৭৩ লক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি লোক। এই আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ার ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লক্ষ ২৪ হাজার করোনায় আক্রান্ত। এর মধ্যে মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.