আরএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার, তাস-টাকা উদ্ধার

আরএমপি প্রতিবেদক: আজ ১২ ফেব্রুয়ারী ২০২১ রাত্রী ১২.৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গোপনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন বায়া বৈরাগীপাড়া গ্রামস্থ জনৈক আব্দুস সালাম এর মুরগির খামারের ভিতর হতে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ সেন্টু (৩৭), পিতা-মোঃ জকিম উদ্দিন, সাং-বালিয়াডাঙ্গা,
২। মোঃ তাজরুল ইসলাম(৩৩), পিতা-মৃত সামসুল আলম, সাং-বায়া ভোলাবাড়ি,
৩। মোঃ শিহাব আলী(৩৫), পিতা-আলহাজ্ব আব্দুল কাশেম,
৪। মোঃ রুবেল হোসেন(২১), পিতা-মোঃ জাহাঙ্গীর আলী, উভয় সাং-বালিয়াডাঙ্গা, সর্ব থানা-এয়ারপোর্ট,
৫। মোঃ রফিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ হাতেম আলী, সাং-দক্ষিণ নওদাপাড়া,
৬। মোঃ সেলিম রেজা(৪০), পিতা-মোঃ ইসলাম, সাং-বড়বনগ্রাম নতুন চকপাড়া, উভয় থানা-শাহমখদুম, সর্ব মহানগর, রাজশাহীদেরকে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে ০৬(ছয়) প্যাকেট তাস ও নগদ ৬৭,০৪০(সাতষট্টি হাজার চল্লিশ) টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.