আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৈরী আবহাওয়ায় অনুশীলনে ব্যাঘাত ঘটায় কিছুটা হতাশ টাইগাররা। তবে আগ্রসী মনোভাব ধরে রেখে জয়েই চোখ তামিম ইকবালের দলের। এদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে নাম লেখাতে এই সিরিজে একটি ম্যাচেও ভুল করতে চায় না আইরিশরা।
ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে পছন্দের সংস্করণ একদিনের ক্রিকেট। যেখানে রেকর্ডও বেশ ভালো সাকিব-তামিমদের। সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে আছে দল। প্রতিপক্ষ আয়াল্যান্ড, যাদের সাথে মাস খনেক আগেও এই ফরম্যাটে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
দল ছন্দে থাকলেও ইংল্যান্ডের কন্ডিশন ভাবাচ্ছে টাইগারদের। যেখানে সবশেষ চার বছর আগে একদিনের ম্যাচ খেলেছিল সাকিব-তামিমরা। তাই এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগে আসলেও বাধা হয়েছে বৃষ্টি।
তবে এসব নিয়ে ভাবছে না তামিম ইকবালের। চলতি বছরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তাই এই ফরম্যাটে কোনো ম্যাচের ভুল করতে চায়না তারা।
দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেই শিষ্যদের ভয়ডরহীন খেলার তালিম দিচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবরা গুরুমন্ত্র রপ্ত করেছে বেশ। সবশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজই সেটার প্রমাণ। তাই কন্ডিশন বা দল যাই হোক না কেন জয় ছাড়া কিছুই ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও এখনও পারেনি আয়ারল্যান্ড। তবে এই সিরিজে ৩-০ তে জিতলে সেই সুযোগ পাবে অ্যান্ডি বালবার্নির দল। তাই সর্বশক্তি দিয়ে সুযোগটি লুফে নিতে চায় তারা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.