আমি তোমার কৃষ্ণ-রাখাল, তুমি আমার রাধা

মো. আরিফুল হাসান:

তোমার রূপে পাগল হতে আমার কিসের বাঁধা
আমি তোমার কৃষ্ণ-রাখাল, তুমি আমার রাধা
জনম জনম আমরা দু’জন ছিলাম হংসমিথুন
জনম জনম আসবো ফিরে নিত্য হয়ে নতুন
তোমার আমার প্রেমের বাঁধন নয় তো শুধু খেলা
তোমার গাঙে আমি ভাসাই ভালোবাসার ভেলা
জলে জোয়ার ঢেউ লেগেছে, ঢেউ লেগেছে পালে
ওগো রাধে, মলাম, মলাম, বাঁধো রূপের জালে
তোমার রূপে পাগল হতে আমার কিসের ভয়
চন্দ্র সূর্য সে রূপ দেখে হচ্ছে লাজে লয়
গোলাপ লুকায় পাতার ভিড়ে দেখে তোমার মুখ
স্বর্গ খোঁজে তোমার চোখে সকল প্রকার সুখ
যৈবতী স্রোত নদীটিও তোমার হাসির রাগে
ভেঙে পড়ে, উছলে উঠে গভীর অনুরাগে
উদাস বাতাস, গতিপথ তার হারিয়ে ফেলে শেষে
কোকিল ডাকে মধুর সুরে তোমায় ভালোবেসে
তোমার রূপে পাগল হতে আমার কিসের লাজ
পাহাড় দেখে কামুক চোখে তোমার অঙ্গভাঁজ
সাগর ডুবে তোমার চোখের একটি ফোটা জলে
হিমালয়টাও যাচ্ছে গলে সেই রূপের অনলে
আমাজনের পুড়ছে ডানা কটাক্ষতে তোমার
সাহারা হয় স্রোতস্বিনী পেলে একটিবার
তোমার রূপে পাগল হলো সারা জগৎ-প্রাণ
কোরান পুরাণ বেদ বেদান্তে তোমার জয়গান
তোমার রূপে পাগল হতে আমার কিসের দেরি
সারাবিশ্ব তোমার দেউল, একান্ত দেউড়ি
তোমার নামে মেঘের ভেলা আর সপ্ত আকাশ
ছায়া দিয়ে ধরনীকে দিচ্ছে অবকাশ
আকাশ পথে হাজার তারা তোমার গলার মালা
গাঁথছে রোজই, আলোক দিয়ে, আলোকরশ্মি–মেলা
জমিনও ঠিক, সাতটি জমিন, যে রসে উর্বরা
সে রস তোমার লাবণ্যতার একটু উপচে পড়া
তোমার রূপে পাগল হতে আমার কিসের ভাবা
তুমি আমার গির্জাগৃহ, আমি তোমার কাবা
তোমার সেজদা, তোমার পুজোয় আমিই থাকি একা
আমারও যা আরাধনা, তোমার জন্যে লেখা
আমার সকল চিত্রকল্পে থাকোই তুমি স্থির
তোমার সকল ভাবনায় আমি ঋজু এবং ধীর
বাঁধা দুজন একই ডুরে, একই সুরে সাধা

আমি তোমার কৃষ্ণ-রাখাল, তুমি আমার রাধা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.