আমাদের মজার স্কুলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কেক কেটে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মজার স্কুলের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এবং শিক্ষকদের নিয়ে কেক কাটেন, মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম।

আমাদের মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম বিটিসি নিউজকে বলেন, ২০১৭ সালে মাত্র ৩০ জন শিশু নিয়ে যাত্রা শুরু করে এ স্কুলটি। শিশুদের নীতি নৈতিকতা, আচার আচরণ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দেয়ার জন্য তরুণদের সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত মজার স্কুল।

আমরা চাই শুধু সিংড়ায় নয় বাংলাদেশের প্রত্যকটি উপজেলায় তরুণরা একটি করে মজার স্কুল গড়ে তুলুক, যাতে করে শিশুদের প্রতিভার বিকাশে সহায়ক হয়। এখানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩০০ এর বেশি। ধনী গরিব সকল শিশু এক সারিতে বসে এখানে সব কিছু শেখে আর মজা করে ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.