উজিরপুরে মাদ্রাসার শিক্ষক কর্তৃক এইচ.এস.সি পড়ুয়া ছাত্রকে পিটিয়ে জখম

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এক শিক্ষক কর্তৃক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এম.ইউ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ নাসির উদ্দিন আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র একই গ্রামের শাহাদৎ হাওলাদারের ছেলে আমিনুল ইসলামকে ক্লাস শুরুর ৫ মিনিট পরে ক্লাশরুমে প্রবেশ করার অজুহাতে পিটিয়ে জখম করে। পরে আহত ছাত্রকে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলে মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করলে ঘটনা তাৎক্ষণিক ভাবে মিমাংশায় যেতে বাধ্য হয় আহত’র পরিবার।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংবাদকর্মীরা আহত ছাত্র’র কাছে জানতে চাইলে সে জানায়, আমাকে বেতের লাঠী দিয়ে ঐ শিক্ষক শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন এবং স্যার আমার কাছে ভুল স্বীকার করেন। অভিযুক্ত শিক্ষক জানান, এ ঘটনা তেমন কিছু না, ভুলবশতঃ আমার ছাত্রকে বেত্রাঘাত করেছি, আবার আমরাই মিমাংশা করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, মাদ্রাসার অধ্যক্ষ মোবারক আলী ফারুকীর বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, নতুন বই বাবদ অতিরিক্ত ফিসহ একাধিক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন। এ ঘটনায় আহত’র পরিবার মিমাংসায় গেলেও একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ঐ উগ্র-মেজাজী শিক্ষকের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.