আবাহনী-মোহামেডানকে জরিমানা করলো বাফুফে!

বিটিসি স্পোর্টস ডেস্ক: মাঠে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে জরিমানা গুণতে হলো মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীকে। আর্থিক জরিমানার পাশাপাশি, নিষেধাজ্ঞাও জুটেছে দুই কর্মকর্তার কপালে।
গত ২৬শে ফেব্রুয়ারী ম্যাচ চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ।

খেলায় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাদা-কালোদের কোচ শন লিন। সে সময় তাকে কিছু বলতে এগিয়ে আসেন আরমান। কিন্তু, এতে ক্ষিপ্ত হয়ে আরমানকে ধাক্কা দেন এবং গালিগালাজ করেন প্রিন্স।

পরে, আরমানও পালটা ধাক্কা দিলে, কিছুটা ধস্তাধস্তি হয়। পরে ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী, তাদেরকে শাস্তি দেন বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শন লিনকে মৌখিকভাবে সাবধান করে দেয়া হয়েছে।

তবে, তিন ম্যাচ ডাগ আউটে থাকতে পারবেন না আবু হাসান প্রিন্স। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হবে ঐতিহ্যবাহী দলটিকে। শাস্তি পেয়েছেন আরমান আজিজও। তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এক ম্যাচের। আর চট্টগ্রাম আবাহনীকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.