আবার উত্তাল বাগদাদ,সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২১

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুক্রবার, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে বাগদাদ ও দক্ষিণের শহরগুলোর র‌্যালি বের হয়। এতে ইরাকি বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেটে  কমপক্ষে ২১ জন নিহত হয়েছে । আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে।

গতকাল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইরাকি পুলিশ টিয়ার গ্যাসের ক্যানিটারের রাবার বুলেট নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা দীর্ঘকালীন উচ্চ বেকারত্ব এবং দুর্বল জনসেবা নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক ব্যবস্থাটি পুনর্বিবেচনার এবং সরকারী দুর্নীতির অবসানের আহ্বান জানিয়ে আসছিল।

পর্যবেক্ষণের পরিচালক মোস্তফা সাদুন জানিয়েছেন, মানবাধিকারের জন্য ইরাকি অবজারভেটরি বাগদাদে আটজনসহ ২১ জনকে বিক্ষোভের মধ্যে নিহতের সংখ্যা তুলে ধরেছে। দক্ষিণ মায়ানসান প্রদেশ, ধী কার এবং মুথান্না শহরে আরও ১৩ জন নিহত হয়েছেন।

সাদুন আরও জানান, প্রায় দুই হাজার প্রতিবাদকারী আহত হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি  ও ইরাকের আধিকারিক মানবাধিকার কমিশন জানিয়েছে বিক্ষোভ চলাকালীনে ২১ জন নিহত হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক এর আগে বলেছিল, কমপক্ষে চারজন মারা গিয়েছে দুজন বাগদাদে এবং দুজন দক্ষিণের শহর আমারায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.