আবারও হাসপাতালে পেলে

বিটিসি স্পোর্টস ডেস্ক: আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে পেলেকে। কোলন টিউমারে আক্রান্ত ফুটবলের জীবন্ত এই কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ৮১ বছর বয়সী এ সাবেক ফুটবলারের বর্তমান অবস্থা স্থিতিশীল।
গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী কিছুদিনের মধ্যেই পেলেকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি এখন তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
অস্ত্রোপচারের মাধ্যমে কোলন টিউমারের অপসারণের জন্য গত সেপ্টেম্বরে হাস্পাতালে নেওয়া হয় পেলেকে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি চলবে।
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। যত দিন গড়াচ্ছে তত তিনি ভালো অনুভব করছেন।
১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েন পেলে। জাতীয় দল ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করার মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে তাকে গত শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.