আবারও সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআবারও সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের। এরই মধ্যে পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে সেনা ও ট্যাঙ্ক সমাবেশ করতে শুরু করেছে ভারত।

ওই সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের তৎপরতা দেখা যাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গত দুদিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদের ‘ফরওয়ার্ড পোস্ট লোকেশন’র দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরেই পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত সংলগ্ন গ্রামগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান সরকার।

পাশাপাশি অমৃতসর ও জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

প্রসঙ্গত:  গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে।

২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গি শিবিরে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। পুলওয়ামা হামলা ও বালাকোটে বিমান হামলা নিয়ে এখনও দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.