আফগান ক্রিকেট বোর্ডের সিইওকে সরিয়ে দিল তালেবান

বিটিসি স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ সিনওয়ারিকে সরিয়ে দিয়েছে তালেবান। তার স্থানে বসানো হয়েছে হাক্কানি নেটওয়ার্কের এক সদস্যকে যিনি বিভিন্ন সময় ভয়ংকর সব হামলার সঙ্গে জড়িত ছিলেন। খবর ডেইলি সাবাহর।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিদ সিনওয়ারি এ তথ্য জানান।
হামিদ জানান, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
ফেসবুকে হামিদ লেখেন, আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডে এসে আমাকে বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার চাকরি আর নেই।
আনাস হাক্কানি হলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ছোট ভাই এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
হামিদ তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আদেশ চাইলেও তাকে তা দেওয়া হয়নি।
আফগান ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমি একটি স্বচ্ছ প্রক্রিয়ার পর ক্রিকেট বোর্ডের নির্বাহী বিভাগে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি আমার বরখাস্ত হওয়ার কারণ বুঝতে পারিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত নাসিবুল্লাহ হাক্কানিকে দেওয়া হয়েছে প্রধান নির্বাহীর পদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.