আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস বাইডেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এখনও দেশটি ছাড়তে ইচ্ছুক মার্কিন নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের ‘নিরাপদে দেশ ছাড়তে’ সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বিবৃতিতে এ আশ্বাস দেন বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জো বাইডেন দেশটি থেকে ঝুঁকিপূর্ণ আফগান এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার প্রশংসা করেন।  একই সঙ্গে তিনি দেশটিতে থেকে যাওয়া মার্কিন নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের ‘নিরাপদে দেশ ছাড়তে’ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
বাইডেন বলেন, সেফ প্যাসেজের জন্য তালেবান প্রতিশ্রুতি দিয়েছে। তারা যেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সে জন্য বিশ্ব সম্প্রদায় চেষ্টা অব্যাহত রাখবে।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ সেখান থেকে ঝুঁকিপূর্ণ আফগান ও বিদেশিদের সরিয়ে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় আছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.