আফগানিস্তানের ৩টি স্টেডিয়াম দখলে নিয়েছে তালেবান

বিটিসি স্পোর্টস ডেস্ক: তালেবান অভ্যুত্থানের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানদের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। কান্দাহার, গজনি দখলের পর রাজধানী কাবুল দখলে এগিয়ে যাচ্ছে তালেবান।
জানা যায়, আফগানিস্তানের ছয়টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের তিনটিই ইতোমধ্যে দখল করে নিয়েছে তালেবান। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল রশিদ খান-মোহাম্মদ নবিদের। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.