আফগানিস্তানকে ৭৫ লাখ ডলার সহায়তা দেবে চীন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও বন্যায় পর্যুদস্ত আফগানিস্তানকে ৫০ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৭৫ লাখ মার্কিন ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
আজ শনিবার (২৫ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থসহায়তার কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ শনিবার (২৫ জুন) এ তথ্য দেওয়া হয়।
বাংলাদেশি মুদ্রায় এ অর্থসহায়তার পরিমাণ দাঁড়ায় ৬৯ কোটি ৪১ লাখ টাকারও বেশি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (২৫ জুন) জানানো হয়, আফগানিস্তানকে চীনের সহায়তার মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা ও অন্যান্য সামগ্রী থাকবে।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে গত বুধবার গভীর রাতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের ঘটনায় দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং ১০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আফগানিস্তানে বন্যায়ও বহু মানুষ হতাহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.