আনুতোষিক অর্থের চেক প্রদান করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন এর নিকট আনুতোষিক অর্থের চেক তুলেদেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
রোববার (৭ মে) দুপুরে নিজ কার্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন এর হাতে আনুতোষিক অর্থের চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর মাসে পিআরএল এ যান।
২০২২ সালের ৩১ ডিসেম্বর তিনি পূর্ণ অবসর গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যানের হাত থেকে আনুতোষিক অর্থের চেক পেয়ে তিনি খুশি হয়েছেন এবং সেই সাথে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল মতিন।
উল্লেখ্য, রাজশাহী জেলা পরিষদ কর্তৃক তৎকালীন পরিচালিত রাজশাহী সার্ভে ইন্সটিটিউট এর অধ্যক্ষ ছিলেন মাহমুদ হোসেন।
সংবাদ প্রেরক কবীর তুহিন, জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.