আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা কাবিল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গনহত্যা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের উপড় স্মৃতিচারণ করে গল্প শোনানোর অংশ হিসাবে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজে শিক্ষার্থিদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ৯টায় কলেজ হল রুমে এই স্মৃতিচারণ ও মুক্তিযুুদ্ধের গল্প শোনানো হয়। বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন বর্তমান প্রজন্মকে ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন, বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ ও সেই সময়ের জীবনযাপনের করুন ইতিহাস তুলে ধরেন।
তিনি দেশের স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থিদের আহবান জানান। এসময় কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.