আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে অনার্স ক্লাসের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ রোববার দুপুরে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শ্রেনী ক্লাসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য ও অনার্স শ্রেনী ক্লাসের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রপেসর ও কলেজ গভর্ণিং বডির সদস্য এটি এম নাদেরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, কলেজ উপাধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু, ইউপি সদস্য জিল্লুর রহমান, অনার্স শ্রেনীর ব্যবস্থাপনা পরিচালক সাজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রবিন্দ্রনাথ সরকার, প্রভাষক নাসিমুল হুদা খন্দকার ও ছাত্রলীগ নেতা তহুরুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দসহ কলেজের শিক্ষক ও নতুন ছাত্র ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.