আদমদীঘি রহিম উদ্দীন কলেজে আম উৎপাদনের কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ শনিবার আদমদীঘি রহিম উদ্দীন কলেজ হল রুমে আম উৎপাদনের আধুনিক কলাকৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থা শীর্ষক কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষকের বক্তব্য রাখেন রাজশাহী বিনোদপুরের বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের ফল গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এটিএম নাজিবুজ্জামান, কলেজ গভনিংবডির সদস্য আবু রেজা খানসহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীগন অংশ গ্রহন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.