আদমদীঘি মৎস্য হ্যাচারী মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি মৎস্য হ্যাচারী মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক রঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমাান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, মৎস্য হ্যাচারী মালিক বেলাল হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, দস্তগীর হোসেন, গোলাম কিবরিয়া পরাগ, রফিকুল ইসলাম, আব্দুল মতিন মাজু প্রমূখ নেবৃবর্গ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ছাইফুল ইসলাম রঞ্জুকে সভাপতি, জাহানুর রশিদ জানুকে সাধারণ সম্পাদক, রানা আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন সেন্টুকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ আদমদীঘি মৎস্য হ্যাচারী মালিক সমিতির ৩ বছর মেয়াদী নয়া কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন হ্যাচারীর মালিকগন অংশ গ্রহন করেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.