বেলকুচিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত। শনিবার (৫ মার্চ)  দুপুরে বেলকুচি মডেল কলেজ চত্বরে বেলকুচি উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়।
এক পক্ষ বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের ছোট ভাই সাব্বির আহমেদসহ তিন জন ও অপর পক্ষ বেলকুচি উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোখলেসুর রহমান রতনের সহযোদ্ধা ছাত্রলীগ কর্মী আসিফসহ ৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ বলেন, আমার ছোট ভাই সাব্বির আহমেদ তার বন্ধুদের সাথে নিয়ে কলেজে গেলে রতনের নেতৃত্বে পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বেলকুচি উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোখলেসুর রহমান রতন জানায়, ঘটনাস্থলে আমি ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ উঠায় ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি দীর্ঘদিন হলো বেলকুচি মডেল কলেজে সাব্বির আহমেদের নেতৃত্বে মেয়েদের ইভটিজিং করে আসছে সাধারণ ছাত্ররা তারই প্রতিবাদ করায় সঙ্ঘবদ্ধভাবে সাব্বির অস্ত্রসস্ত্র নিয়ে বেলকুচি মডেল কলেজ ছাত্রদের উপরে হামলা চালাতে গেলে সাধারন ছাত্ররা তাদের উপড় ক্ষিপ্ত হলে সংঘর্ষ হয়।
এ বিষয়ে বেলকুচি মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নান বলেন, আমি ভর্তির কাজে ব্যস্ত ছিলাম। ডাকাডাকির শব্দ শুনে বের হয়ে দেখি দৌড়াদৌড়ি করছে। দুই পক্ষের কোন পক্ষই আমাদের কলেজের ছাত্র না।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিটিসি নিউজকে জানান, মারামারি কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আহতদের দেখতে বেলকুচি সদর হসপিটাল পরিদর্শন করি।
এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.