আদমদীঘিতে ৮ জুয়াড়িসহ গ্রেফতার ১০ সরঞ্জাম উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আমদদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৮ জুরাড়িসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে আদমদীঘির সান্তাহার জয়পুরহাট বাস স্ট্যান্ড এলাকার একটি গুদাম ঘরে জুয়া খেলার সময় ৮জনকে ও নেশার এ্যাম্পল এবং ওয়ান্টেমুলে আরও ২ জনসহ ১০জনকে গ্রেফতার করে পুলিশ।

জুয়া খেলায় গ্রেফতারকৃতরা হলো সান্তাহার নতুন বাজার এলাকার কিতাব উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন, চা-বাগান এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাহাদত হোসেন, নামাপোওতার কোকড়া সরদারের সামছুদ্দিন, নওগাঁর নতুন সাহাপুরের মোয়াজ্জেম হোসেনের ছেলে গোলাম মোস্তফা মন্টু, পার ধোপাপাড়ার জফির সরদারের ছেলে জাহাঙ্গীীর আলম, এনায়েতপুর উত্তরপাড়ার ইসমাইল মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুছ, ধামকুড়ির সেকেন্দার আলীর ছেলে রাসেল ও বদলগাছির আরজি দাউদপুরের জবির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ এবং ১২পিস নেশার ইনজেকশানসহ আদমদীঘির ডহরপুর গ্রামের ওমর ফিরোজের ছেলে বিল্টন ইসলাম ও আদালতের ওয়ারেন্টমুলে তিলছ গ্রামের ছবের আলীর গোফ্ফার।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীর জানান, গতকাল রোববার রাতে সান্তাহার জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকার জনৈক মাহবুব চৌধুরির গুদাম ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাস, মাদুর ও নগদ ১ হাজার ৫৪৫টাকা সহ ৮ জুয়ারিকে গ্রেফতার করে পরদিন আজ সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.