আদমদীঘিতে ৪৩০জন কৃষক পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি কৃষি অফিসের উদ্যেগে কৃষি প্রমোদনার আওতায় উপশি আউশ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪৩০জন প্রান্তিক কৃষক বিনামূল্যে ২৫ কেজি করে কৃষি উপকরণ পেলেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিসে এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু।
আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি স্বাগত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন, কৃষি অফিসের এসএপিপিও সাইফুলসহ বিভিন্ন বøকের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলায় কৃষি প্রমোদনার আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে চলতি মৌসুমে প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.