আদমদীঘিতে সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: অবৈধ ভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে মেসার্স জুঁই ট্রেডার্সে মালিক সুমন ইসলাম নামের এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গরবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার সান্দিড়ায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক। এসময় উপস্থিত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘির সান্দিড়া গ্রামে অবস্থিত মেসার্স জুঁই ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানে অবৈধ ভাবে সার মজুদ ও সরকার নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে।
এমন গোপন সংবাদের ভিক্তিকে মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযানে উল্লেখিত বিষয়ে সত্যতা মেলায় মেসার্স জুঁই ট্রেডার্সের মালিক সুমন ইসলামের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.