আদমদীঘিতে সরকারী সম্পত্তি দখল করে বাড়ী নির্মানের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীগির ডালম্বা মৌজায় সরকারী খাস পুকুর জবরদখল ও ভরাট করে বসত বাড়ী নির্মান করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসারকে ওই গ্রামের জালাল উদ্দিন, হেলাল, হান্নানসহ লোকজন একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, আদমদীঘির ডালম্বা মৌজায় ১নং খতিয়ানের ২৯৭ দাগে ৪০ শতকের সরকারী খাস পাড়সহ পুকুর রয়েছে। পুকুর পাড়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি পুরাতন রেন্টি গাছ ছিল। ডালম্বা গ্রামের মিজানুর রহমান উক্ত সরকারী খাস পুকুর ও পাড় জবরদখল করে রেন্টির গাছ কেটে সেখানে বসত বাড়ী নির্মান করছে। অভিযোগকারীরা বাধা দিলে তাদের উপড় ক্ষিপ্ত হয়ে দখলকারি হুমকি প্রদান করে। এদিকে সরকারী সম্পত্তি জবরদখল করে বাড়ী নির্মান করায় বেহাত হচ্ছে সরকারী সম্পত্তি।

মিজানুর রহমান আংশিক সরকারি সম্পত্তির উপড় থেকে গাছ কাটার কথা স্বীকার করে বিটিসি নিউজকে জানান, ওই স্থানে ইসলামি ফাউন্ডেশনের ঘর করার প্রস্ততি নিয়েছি। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য ইউনিযন ভুমি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.