আদমদীঘিতে সরকারি ভাবে ধান কিনতে ২য় দফায় লটারি অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আদমদীঘি উপজেলায় প্রান্তিক কৃষকদের নিকট সরাসরি সরকারি ভাবে ধান কিনতে ২য় দফায় লটারির আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে এই লটারির আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলায় দায়িত্বে থাকা দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ২য় দফায় ধান ক্রয় লটারি অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেন শাহ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেনজীর রহমান, সদস্য আবু মুত্তালিব মতি উপস্থিত ছিলেন।

২য় দফায় লটারিতে সান্তাহার পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৬০৪ জন কৃষি কার্ডধারি প্রান্তিক কৃষক সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান প্রদান করতে পারবেন।

এর আগে গত ২৭ মে প্রথম দফায় উপজেলায় লটারির মাধ্যমে ৩৬৩ জন প্রান্তিক কৃষক সনাক্ত করে তাদের নিকট থেকে ধান ক্রয় চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.