উজিরপুরে দুর্নীতিবাজ শিক্ষিকার খুঁটির জোর কোথায়, অভিযোগের সত্যতা মিললেও স্কুল থেকে অপসারণ না করায় ক্ষুব্ধ এলকাবাসী

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার তারাশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যুথিকা রানীর বিরুদ্ধে স্লিপের টাকা আত্নসাৎ, কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, বিদ্যালয়ের পুরাতন মালামাল বিক্রি, জাল স্বাক্ষর, উপবৃত্তির টাকা আত্মসাৎ, অন্যান্য শিক্ষকদের সাথে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শিক্ষিকা যুথিকা রানীর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে অভিযোগের সত্যতা মিললেও বহাল তবিয়তে প্রভাবশালী শিক্ষিকা।

এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে চরম উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। জানা যায়, অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি রাধাচরণ রায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষিকা যুথিকা রানীর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ৮ এপ্রিল সরেজমিন তদন্ত করেন তিনি। তদন্তের সত্যতা পেয়ে ১৬ এপ্রিল তদন্ত’র প্রতিবেদন দাখিল করেন জেলা শিক্ষা অফিসারের নিকট যার স্মারক নং-৩৬১। এ ছাড়াও সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শুকলাল হালদারসহ এলাকার অর্ধ শতাধিক ব্যাক্তি তার বিরুদ্ধে একোধিক অভিযোগ করেন।

ইতিপূর্বে শুকলাল হালদার প্রধান শিক্ষক থাকাকালিন সময় শিক্ষিকা যুথিকার সাথে বিরোধ মিমাংশার জন্য বহুবার শালিশ বৈঠক হয়েছিল। তাতেও ফলপ্রসু হয়নি।

আরো জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা যুথিকা রানী ১ বছর পূর্বে অত্র বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারের উপবৃত্তির টাকা কারফা বাজারের একটি দোকানের মোবাইল নম্বর ব্যবহার করে ৬ শত টাকা তুলে নিয়ে যান।

শিক্ষার্থীর মাতা খুকু মনি বিষয়টি বর্তমান প্রধান শিক্ষক মিজানুর রহমানকে জানালে অবশেষে ২০১৯ সালের ১৬ জুন ঐ টাকা ফেরৎ দিতে বাধ্য হয়।

একটি সুত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা যুথিকা রানীর কারণে দিন দিন স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

এ ব্যপারে জেলা শিক্ষা অফিসার আঃ লতিফ মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অভিযোগের ব্যাপারে সত্যতা পেয়েছেন বলে বিটিসি নিউজকে জানান। শিক্ষার্থীদের লেখা পড়ার পরিবেশ ও স্কুলের শৃংখলা ফিরিয়ে আনতে অভিযুক্ত শিক্ষিকার দ্রুত অপসারণের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দিপু মনির সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.