আদমদীঘিতে সরকারি ঘরের দাবীতে ভুমিহীন পরিবারের সড়ক অবরোধ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রীর প্রদত্ত বিশেষ উপহারের সরকারি আধাপাকা ঘরের দাবীতে বগুড়ার আদমদীঘিতে ভুমিহীন পরিবার সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে সান্তাহার-তিলকপুর সড়কে প্রায় ঘন্টা ব্যাপি এই অবরোধ কর্মসুচী পালন করেন স্থানীয় ১৫টি ভুমিহীন পরিবার।
উল্লেখ্য; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০টি গৃহহীন পরিবারকে সরকারি জমিতে আধাপাকা বাড়ী নির্মান করে দলিল হস্তান্তর করা হয়েছে।
এরমধ্যে প্রথম পর্যায়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১০ ভুমিহীন পরিবারকে ১০টি বাড়ী দেয়া হয়। ওই ইউনিয়নের অবশিষ্ঠ ভুমিহীন পরিবার সরকারি বরাদ্দের বাড়ী পাননি। এদের মধ্যে ছাতিয়ানগ্রামের ভুমিহীন নাছির মন্ডল, আজাহার আলী, মান্নান, কোমল চন্দ্র মহন্ত, খালেক শেখসহ ১৫টি ভুমিহীন পরিবার তাদের নামে সরকারি বাড়ী বরাদ্দের দাবীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সান্তাহার-তিলকপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
বেলা ১২টার দিকে আদমদীঘি থানা পুলিশ ঘটননাস্থলে পৌঁছে সড়ক অবরোধ প্রত্যাহার করান। ধর্মঘটকারি ভুমিহীন বাবলু জানান, তার চেয়ে অবস্থা ভাল এমন ব্যক্তিদের সরকারি বাড়ী আগে দেয়া হয়েছে।
ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, প্রথমে কোটা ভিক্তিক ১০ ভুমিহীন পরিবারকে সরকারি বরাদ্দের বাড়ী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের ভিক্তিতে আরও ভৃমিহীনদের সরকারি বাড়ী দেয়া হবে।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন জানান, খাসজমি প্রাপ্তি অনুসারে পর্যাক্রমে প্রকৃত ভুমিহীন পরিবার প্রধান মন্ত্রীর উপহার সরকারি বাড়ী পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.