আদমদীঘিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ ৫ আগস্ট আদমদীঘিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পস্তবক অর্পন করা হয়। বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তার কর্মজীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, আব্দুল হক আবু প্রমুখ।
দুপুরে আদমদীঘি উপজেলা জামে মসজিদ ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের উদ্যোগে বাবা আদম (রঃ) এর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.