আদমদীঘিতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রেফতার-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় শামিম হোসেন ওরফে আনোয়ার (৩৪) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫মার্চ) সন্ধ্যায় উপজেলার পুর্ব ঢাকারোড় পশ্চিম সিংড়া এলাকা থেকে পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এব্যাপারে মোটরসাইকেলের মালিক মৎস্য ব্যবসায়ী আদমদীঘির উজ্জলতা গ্রামের সিরাজুল ইসলাম তালুকদার ডালুর ছেলে রাকিবুল ইসলাম তালুকদার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘির সান্তাহারে মৎস্য আড়ৎ-এর সামনে মৎস্য ব্যবসায়ী রাকিবুল ইসলাম তার বগুড়া- ল- ১২-২৮৭৮ নম্বরের ১৫০সিসি পালসার মোটরসাইকেলটি রেখে পাশে একটি পুকুরে কাজ করার জন্য যায়। এসময় চোর চক্রের সদস্য শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাবার সময় পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকারোড় পশ্চিম সিংড়া নামকস্থানে মোটরসাইকেলসহ শামিম হোসেনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালকে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.