আদমদীঘিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সম্বলিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ জুন) বেলা ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুরক্ষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক, মাদককের কুফল সম্পর্কে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ওসি রেজাউল করিম রেজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান প্রমূখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থি, মসজিদের ইমাম, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.