আদমদীঘিতে মসজিদের ইমামের শয়ন ঘরে অগ্নিকান্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির শিবপুর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম হাফেজ আতিকুর রহমানের ভাড়া বাসার শয়ন ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।

মসজিদের ইমাম হাফেজ আতিকুর রহমান বিটিসি নিউজকে জানান, তিনি স্ব-পরিবারে শিবপুর গ্রামের ইঞ্জিনিয়ার মোস্তফা ইমান পিন্টুর বাসা ভাড়া নিয়ে নেখানে বসবাস করে বাসস্ট্যান্ড মসজিদের ইমামমতি করেন। দুইদিন আগে তার স্ত্রী সন্তানসহ পিত্রালয়ে যান। গতকাল এশার নামাজ আদায় করার পর ইমাম হাফেজ আতিকুর রহমান ওই বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত ১টা দিকে দুর্বৃত্তরা অপর শয়ন ঘরের জানালা দিয়ে ভিতরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে তিনি জাগ্রত হয়ে দেখেন অগ্নিকান্ডের ঘটনা এরপর প্রতিবেশিরা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকান্ডে শয়ন ঘরের খাট, ফ্রিজ, লেপ-তোষকসহ কাপড়চোপর পুড়ে যায়। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মসজিদের ইমাম হাফেজ আতিকুর রহমান দাবী করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.