আদমদীঘিতে নারী শিশু নির্যাতন সহিংসতা বাল্যবিয়ে ও যৌতুক নিরোধ বিষয়ক কর্মশালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগীতায় নারী শিশু নির্যাতন, নারীদের প্রতি সংহিসতা, বাল্যবিয়ে, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ ও করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ, ডাঃ শুভজিত কুমার কুন্ডু, মহিলা বিষযক কর্মকর্তা ফারুক আহমেদ, প্রধান শিক্ষক মনজু আরা বেগম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার এনামুর হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি হাফিহজার রহমান, প্রধান শিক্ষীকা নাজমা খন্দকার, মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। কর্মশালায় নারীদের সম-অধিকার বাস্তবায়ন ও নারী শিশুদের প্রতি সহিসংতা প্রতিরোধ কল্পে সামাজিক ভাবে গনসচেতনা সৃষ্টিসহ কতিপয় গুরুত্বপুর্ন বিষয়ে আলোকপাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.