আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান বিপুল পলিথিন জব্দ ও জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আদমদীঘি উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষন ও ভোক্তা অধিকার আইনে ১টি দোকান থেকে বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দসহ ও অপর ৬টি পোল্ট্রি দোকান থেকে ৩ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়া অপর দোকানীদের সতর্ক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এ্ই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সুত্রে বলা হয়, আদমদীঘি নুর ছিদ্দিক নামের একটি দোকান থেকে প্রায় ৩ বস্তা বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দসহ তার ১ হাজার টাকা জরিমানা, সততা পোল্ট্রি ফার্ম নামক মুরগি জবাই বিক্রির দোকানি রেজাউল করিমের আওতায় ৬টি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.