আদমদীঘিতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ ওবায়দুল ইসলাম, আরএমও ডাঃ আজিজুল হাকিম, ডেন্টাল সার্জন ডাঃ শুভজিৎ কুন্ডু, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি আজমল হোসেন, সাংবাদিক আবু মুত্তালিব মতি, ব্র্যাক প্রোগ্রাম অফিসার রেফায়েত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা যক্ষ্মা রোগ নির্মূলে গনসচেতনতা বৃদ্ধির আহবান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.