আদমদীঘিতে বিভিন্ন মামলায় ১২জন গ্রেফতার – হেরোইন উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলছ কান্ডারপাড়ার আব্দুল জোব্বারের ছেলে ওয়াছকুরুনী, চাঁপাপুর ইউপির বিলপাড়ার আসকর আলীর ছেলে আব্দুল মজিদ, চাঁপাপুর বাজারের আফছার প্রামানিকের ছেলে ফারুক,পারেশ আকন্দের ছেলে মোতালেব, কাঞ্চনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রব্বানী, চাঁপাপুর দক্ষিনপাড়ার সামেদ আলীর ছেলে সুলতান, মাঝিপাড়ার বিপ্লবের ছেলে বিক্রম সরকার, কুসুম্বী গ্রামের সিরাজুল ইসলাম সরকারের ছেলে সেলিম সরকার, চকসোনার গ্রামের আবু তালেবের ছেলে মহসিন আলী মন্ডল, সান্তাহার নতুন বাজারের আব্দুল মান্নানের ছেলে তারেক হাসান, চাঁপাপুরের আব্দুস ছামাদের ছেলে শুকুর আলী এবং এক গ্রাম হেরোইনসহ ছাতনি সরদারপাড়ার নিজাম উদ্দিনের ছেলে আসাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃত ১২জন আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.