আদমদীঘিতে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাক পল্লীসমাজের মানববন্ধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নারী-শিশু সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে বগুড়ার আদমদীঘিতে ব্র্যাক পল্লীসমাজের উদ্যোগে অঅলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভা শেষে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

পল্লীসমাজের সহ-প্রধান সালমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ডি.এফ.এলজিএসপি-৩ আশরাফুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর উপজেলা প্রতিনিধি আজিজুল হক, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য এনামুল হক, আব্দুল বারেক, তছলিম উদ্দিন, আরিফুল ইসলাম, পল্লী সমাজের সভাপ্রধান আনোয়ারা প্রমূখ।

পরে ইউপি ভবনের সামনে সড়কে মানববন্ধন পালন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.