আদমদীঘিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেনীর ছাত্রী


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বাল্যবিয়ে দিতে সকল প্রস্ততি গ্রহন করার পর প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আফিয়া খাতুন (১৪) নামের ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী।

আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আদমদীঘির ছোট আখিড়া গ্রামে রইছ উদ্দিনের বিয়ে বাড়ীতে অভিযান চালিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আজ বুধবার (১১ নভেম্বর) আদমদীঘি গালস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী ছোট আখিড়া গ্রামের রইছ উদ্দিনের মেয়ে আফিয়া খাতুনকে বাল্যবিয়ে দেয়া হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বিয়ে বাড়িতে অভিযান চালান। এসময় ছাত্রীর বাবা পালিয়ে গেলেও তার মা রওশমান আরাকে আটক করা হয়।

পরে মেয়ের বয়স পুর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে অঙ্গিকারনামা লিখে দেয়ায় বাল্যবিয়ে বন্ধ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.