আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিত্বে মাল্যদান শেষে উপজেলা সভাকক্ষে বঙ্গমাতা শীর্ষক এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সহকারি কমিশনার ভ‚মি মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমিরুল ইসলাম, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। পরে কর্মক্ষম, অসহায় ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাদ আছর হযরত বাবা আদম (রহ:) এর মাজার মসজিদে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.