দিঘলিয়ায় বঙ্গমাতার ৯৩তম জন্মদিন বিনম্র শ্রদ্ধায় পালিত


বিশেষ (খুলনা) প্রতিনিধি: “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” বঙ্গবন্ধুর প্রেরণার বাইরেও আজন্ম ছায়াসঙ্গী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তাই হয়তো শুধু জীবন নয় মৃত্যুকেও বরণ করে নিয়েছেন একেই সঙ্গে। ৫২ থেকে ৭১ যতবারই দেশের জন্য কারাবরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিছন থেকে উৎসাহ যুগিয়েছেন , আন্দোলনকে চাঙ্গা রেখেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।
মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে স্মৃতিচারণ অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতানা জিনাৎ ফাতেমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর দিঘলিয়া উপজেলা রিসোর্স সেন্টার শিমু রাজিয়া লায়লা, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, মোল্যা কামরুজ্জামান বাচ্চু, দিঘলিয়া থানার এসআই মফিজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সুধীজন ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপকারভোগী দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.