রাণীশংকৈলে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইসাথে তথ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ৯ জন উপকারভোগি দুঃস্থ মহিলার প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ৭ জনকে অনুদান চেক প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.