আদমদীঘিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৯ মে) বিকেল ৩টায় আদমদীঘি ঈশ^র পূর্ন জয় উচ্চবিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন। উদ্বোধনী খেলায় ৪টি দল অংশ গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, ওসি জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, আব্দুল হক আবু, জিল্লুর রহমান, মিজানুর রহমান বাবুসহ নেতৃবর্গ। উদ্বোধনী খেলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ দল বনাম নসরতপুর ইউনিয়ন পরিষদ একাদশ দল এবং বিকেল ৫টায় আদমদীঘি সদর একাদশ দল বনাম সান্তাহার পৌরসভা একাদশ দল অংশ গ্রহন করে।
খেলা পরিচালনা করেন স্বপন হোসেন তাকে সহযোগীতা করেন শাহিন আলম ও রোস্তম আলী। খেলা ধারা বর্ণনা করেন রফিকুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.