আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলমের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, কৃষি কর্মকর্ত মিঠু চ্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, নাজিমুল হুদা, মকলেছার রহমান, রফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.